লালমনিরহাটে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাটে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের নির্মাণাধীন বাসগৃহ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
বুধবার (১৬ মার্চ) দুপুরে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন ২৫৫টি বাসগৃহের কাজ পরিদর্শন করেন তিনি। নির্মাণাধীন বাসগৃহের চলমান কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, চলমান এ কর্মসূচি বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি।
এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। গৃহহীন-ভূমিহীনদের ঘর করে দেওয়ার এত বড় কর্মসূচি পৃথিবীতে আর একটিও নেই।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গরীব ও অসহায়দের স্বাবলম্বী করতে নানান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই আশ্রয়ন প্রকল্প। এর মাধ্যমে গৃহহীন ব্যক্তিরা গৃহ পাবে এবং নিজেদের কর্মের মাধ্যমে আরও বেশি স্বাবলম্বী হবে।
এ সময় তিনি উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি গ্রামে নির্মাণাধীন ৪৭টি গৃহনির্মাণ কাজের অগ্রগতি ও কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া কাজের গুণগত মান ঠিক রেখে বাকি কাজগুলো শেষ করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে তার সঙ্গে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিআর সারোয়ার, আদিতমারী থানার ওসি মোকতারুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসপি