বিষখালীতে নিষিদ্ধ জাল জব্দ, ১১ জেলে আটক
বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে ব্যবহার নিষিদ্ধ মশারী ও বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পাথরঘাটার বিষখালী নদীর নিশানবাড়িয়া, পদ্মা, রুহিতা, লালদিয়া, হরিনঘাটা এলাকায় অভিযান চালিয়ে ২৯টি বেহুন্দী জাল, দুই হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ অবৈধ মশারী জাল জব্দ করা হয়। এ সময় ১১ জেলেকে আটক করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, অসাধু জেলেদের জরিমানা ও অবৈধ জাল আগুন দিয়ে পুরিয়ে থাকি। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএসপি