গাজীপুরে র্যাবের অভিযানে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজীপুর জেলার পূবাইল থানাধীন বসুর হাট ও মিরের বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালায় র্যাব-১।
র্যাব জানায়, ভোক্তা পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয় এবং দণ্ডবিধি দেওয়া হয়। এ অভিযানটি র্যাব দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এবং বিএসটিআইয়ের নেতৃতে পরিচালিত হয়।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বসুর হাট ও মিরের বাজার এলাকায় আলফা কেমিক্যাল কোম্পানি লিমিটেড, নিউ আদি ধিরেণ বাবু মিষ্টান্ন ভান্ডার, আদি ধিরেণ মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড রেডি ফুড বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত প্যাকেটে ওজন পরিমাপে কম দেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিএসটি আইনে ভোক্তা পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক দণ্ডবিধি প্রদান করা হয়।
তিনি বলেন, এ সময় একজনকে অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/আরএ/