ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের শম্ভুগঞ্জে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ‘বলাকা কমিউটার’ ট্রেনের ধাক্কায় চার আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে এ ঘটনার পর নেত্রকোনা-ভৈরবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে শম্ভুগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকটি সেখানে আটকে যায়। এ সময় জারিয়া থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটির সঙ্গে রেলক্রসিংয়ে আটকে থাকা ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা তিনজনের মৃত্যু হয়।
এরপর ইঞ্জিনের ভেতরে থেকে একজনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই রেলক্রসিংয়ে কোনো ধরনের বেরিয়ার ছিল না, ঝুঁকিপূর্ণভাবেই এখান দিয়ে যানবাহন চলাচল করতো বলে জানান স্থানীয়রা।
এ দিকে এ ঘটনার পর নেত্রকোনা-ভৈরবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।