টাঙ্গাইলে ৬টি ইটভাটা বন্ধ, ৩৪ লাখ টাকা জরিমানা
অভিযান চলাকালে। ছবি: ঢাকাপ্রকাশ
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ৬টি ইটভাটা বন্ধসহ ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হচ্ছে- মেসার্স এমএমবি ব্রিকস ৫ লাখ টাকা, মেসার্স আকাশ এন্টারপ্রাইজ ৬ লাখ টাকা, মেসার্স নবাব ব্রিকস ৬ লাখ টাকা, মেসার্স সাবিব ব্রিকস ৫ লাখ টাকা, মেসার্স জননী ব্রিকস ৬ লাখ টাকা এবং মেসার্স রাজীব এন্টারপ্রাইজের মালিককে ৬ লাখ টাকা জারিমনা করা হয়।
অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম ও সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ অন্যান্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পরিবেশ অধিদফতর ছাড়পত্র না থাকায় ৬টি ইটভাটা বন্ধ করে দেওয়াসহ মোট ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।