শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিজয় দিবসের রান্না করা খিচুড়ি খেতে পারলেন না আ.লীগ নেতাকর্মীরা

খিচুড়ি মাটিতে ফেললেন এমপি নিক্সনের সমর্থকরা। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস আজ (১৬ ডিসেম্বর)। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। আর এই বিজয়ের দিন উপলক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গার রশুবপুরা গ্রামে খিচুড়ির আয়োজন করা হয়। তবে রান্না করা খিচুড়ি খেতে পারলেন না কাজী জাফর উল্লাহ সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে ওই গ্রামের নিক্সন চৌধুরীর সমর্থকরা উপস্থিত হয়ে নেতা কর্মীদের জন্য রান্না করা ২ ড্যাগ খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করে দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে ঘটেছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

কাজী জাফর উল্লাহর সমর্থক আওয়ামী লীগ নেতা ফিরোজ মাতুব্বর এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ সূত্রে জানা গেছে, বিজয় দিবস উদযাপন উপলক্ষে তার বাড়ির উঠানে একটি আলোচনা সভার আয়োজন করেন গ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে। এতে উপস্থিত নেতাকর্মীদের আপ্যায়নের জন্য শুক্রবার কয়েক ড্যাগ খিচুড়ি রান্না করা হয়।

খিচুড়ি মাটিতে ফেললেন এমপি নিক্সনের সমর্থকরা

 

পরে সন্ধ্যা ৭টার দিকে আলোচনা সভার শেষ পর্যায়ে ১০-১৫টি মোটরসাইকেলে করে নিক্সন চৌধুরীর সমর্থক বাহার হাওলাদার, মনির হাওলাদার, মজিবুর মুন্সি, কবির মুন্সিসহ ১৫-২০ জন লোক হঠাৎ আলোচনা সভায় উপস্থিত হন। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিজয় দিবসের জন্য রান্না করা ২ ড্যাগ খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করেন তারা। এতে উপস্থিত নেতাকর্মী সবাই ছুটাছুটি করে সভাস্থল থেকে চলে যান।

এ বিষয়ে ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের এমন ক্ষমতার অপব্যবহার এটা নতুন কিছু নয়। ইতোপূর্বে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন আমাদের নেতাকর্মীরা। এ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।

এমপি নিক্সন চৌধুরীর সমর্থক ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর মুন্সি বলেন, আমার গ্রামে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমি ফরিদপুর জেলা সদরে থাকি। ১৬ ডিসেম্বর সকালে এসে শুনতে পাই নৌকার সমর্থকেরা মিথ্যা অভিযোগ দিয়ে নিক্সন চৌধুরী সমর্থকদের হয়রানি করছে।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ওসি এমএ জলিল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ লক্ষ্যে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য সম্ভাব্য ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকাও প্রস্তুত করা হয়েছে। যদিও অতীতে বাংলাদেশের আর্থিক দুর্নীতির মামলার তদন্তের প্রেক্ষিতে টিউলিপের ওপর পদত্যাগের চাপ বাড়লেও প্রধানমন্ত্রী স্টারমার তাকে সমর্থন দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক থাকার কারণে টিউলিপকে তার পদ থেকে সরানোর প্রেক্ষিতে নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়ে আলোচনা চলছে। সোমবার টিউলিপ নিজেই তার বিরুদ্ধে তদন্তের জন্য মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজারের কাছে প্রকাশ্যে আহ্বান জানানোর আগেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়।

প্রধানমন্ত্রী স্টারমার তার প্রতি পূর্ণ আস্থা থাকার কথা বললেও অভ্যন্তরীণ সূত্র মতে, কেয়ার স্টারমারের ঘনিষ্ঠরা টিউলিপের স্থলাভিষিক্ত হওয়ার জন্য অনানুষ্ঠানিকভাবে বিকল্প প্রার্থীদের বিবেচনা করছেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভার সদস্য হিসেবে ট্রেজারি এবং অর্থনীতিবিষয়ক দায়িত্বে আছেন। তবে বাংলাদেশের একটি পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ৪০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ তাকে চাপে ফেলেছে। যুক্তরাজ্যের টোরি এমপিরা তার পদত্যাগ দাবি করেছেন এবং সম্পত্তির বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, টিউলিপ একটি ফ্ল্যাট উপহার পেয়েছিলেন, যা তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। সেই ফ্ল্যাট থেকে প্রতি বছর ৯০ হাজার পাউন্ড আয় করছেন তিনি। এ বিষয়টি টিউলিপের রাজনৈতিক অবস্থানকে আরও সংকটে ফেলেছে।

যদিও টিউলিপ তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং তদন্ত আহ্বান করে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন, তবে পরিস্থিতি তাকে পদত্যাগের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা থামছেই না। বছরের শুরুতেই দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নয় দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বহু মানুষ। সেফ জোন বা নিরাপদ স্থানও এই হামলা থেকে রক্ষা পায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার মতে, চলমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ছয় জনে, আর আহত হয়েছেন এক লাখ ৯ হাজার ৩৭৮ জন। ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আটকে থাকা অনেক মানুষকে উদ্ধারের চেষ্টা করা গেলেও এখনো অনেকে সেখানে চাপা পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই হয়তো মারা গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেনেন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী ২৪৭ জন প্রতিরোধ যোদ্ধাকে গ্রেফতার করেছে। তাদের ‘বন্দী’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় নিরবচ্ছিন্ন বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলা থেকে ২৩ লাখ মানুষের আবাস গাজা উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন এমনকি শরণার্থী শিবিরও রক্ষা পায়নি। এই আগ্রাসনে ২০ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ অন্যান্য জরুরি পণ্যসংকটে তারা মানবেতর জীবনযাপন করছেন। ইসরায়েলের লাগাতার হামলায় পুরো গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Header Ad
Header Ad

আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘ যাত্রার পর লন্ডনের হাসপাতালে প্রথম রাত বেশ ভালোভাবেই কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার লন্ডন ক্লিনিকের কেবিনে তাঁর সঙ্গে রাত কাটান বড় নাতনি, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দিনটি মূলত নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে কাটে। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লন্ডন, বাংলাদেশ এবং আমেরিকার ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবে।

সূত্র জানিয়েছে, আপাতত বেগম জিয়াকে কিছুদিন লন্ডন ক্লিনিকেই থাকতে হবে। সকাল থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে উপস্থিত থেকে মায়ের সব পরীক্ষা-নিরীক্ষা তত্ত্বাবধান করেন। ড. প্যাট্রিক ক্যানেডির নেতৃত্বে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে ঢাকা থেকে আসা মেডিকেল টিমের সদস্যরা একাধিকবার বৈঠক করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।

তাঁর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। চিকিৎসার সমন্বয় করছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে। তবে তিনি বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং দুই পুত্রবধূ ও নাতি-নাতনির সান্নিধ্যে আছেন।

যুক্তরাজ্যে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর আহমেদ হাসপাতালে ভিজিটিং আওয়ারে তাঁর সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এখনো চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ