ছেলেমেয়েরা শিক্ষিত হয়েও বেকার ঘুরে বেড়াচ্ছে- লিপি
কিশোরগঞ্জের মাটি এতো উর্বর যে এই জেলার মানুষেরা খেয়ে পড়ে কোনভাবে দেশেই থাকতে চায়। এইজন্য মানুষের বিদেশে যাওয়ার তেমন আগ্রহ হয়তো নেই। এখন দিন বদলেছে, মানুষের চাহিদাও বেড়েছে, কিশোরগঞ্জের বেশিরভাগ ছেলেমেয়েরা শিক্ষিত হয়েও বেকার ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সহযোগিতা দিচ্ছেন, বিদেশে পাঠানোর যে উদ্যোগ সরকার নিয়েছেন সেই দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয় নিয়ে নাফিসা নজরুল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।
কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
কিশোরগঞ্জে প্রথমবারের মতো নাফিসা নজরুল ফাউন্ডেশনের আয়োজনে নাফিসা নজরুল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্বোধন হয়েছে। শনিবার (২০ মে) বিকালে ট্রেনিং ইনস্টিটিউটের একটি কক্ষে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্যে লিপি এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের স্বামী ডা. আর জি এম হাসান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, নাফিসা নজরুল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাবরিনা আনোয়ার, প্রিন্সিপাল শবনম সুলতানা নীনা, কোর্স কোর্ডিনেটর জাকারিয়া হায়দার কাউসার, ইন্সট্রাক্টর (কেয়ার গিভার) মকবুল হোসেন মাসুদ প্রমুখ।
/এএস