‘জনগণের সমর্থনেই আওয়ামী লীগ এগিয়ে যাবে’
‘আলোর পথের যাত্রী আমরা-তুমি স্বপ্ন সারথী তোমার নেতৃত্বেই দেশ পেয়েছে শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি’-এই প্রতিপাদ্য নিয়ে বাজিতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে পাটুলি বাজারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. শেখ নুরুন্নবী বাদল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও লাখ জনতা সেদিন বঙ্গবন্ধুকন্যাকে বরণ করে নিতে এসেছিল। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো বাধাই শেখ হাসিনাকে আটকে রাখতে পারেনি। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। দেশকে এগিয়ে নিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে হবে। জনগণের সমর্থনেই আওয়ামী লীগ এগিয়ে যাবে।
দিঘীরপাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউনুস আহমেদ আফজালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রহমান বোরহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার, বাজিতপুর উপজেলা কৃষকলীগের সভাপতি ডা. আজগর আলী, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রেজাউল হক কাজল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য শেখ রফিকুন্নবী সাথী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৮১ সালের ১৭ মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলাফল আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
এসজি