ঈদের নামাজে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজের সময় কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৪৫) বীরকাটিহারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বীরকাটিহারী ঈদগাহে আগে ও পরে ঈদের নামাজ আদায় দিয়ে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। প্রতিপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও মারধরে নজরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। পরে নজরুলকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ঘটনার সময় দুইপক্ষ পরস্পরের ঘরবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসজি