মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
প্রতীকী ছবি
শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার বাহিরকুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতরা হলেন- শাহীন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) এবং শাহীন মাঝি (৪০)। তাদের সবাই নড়িয়া উপজেলার ডিঙ্গা মানিক ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের আবুল বাশার মাঝির ছেলে শাহিন মাঝি, হাসেম শেখের ছেলে শাহীন শেখ ও এলাহি বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা বিভিন্ন মাছের খামারে কাজ করেন। রবিবার ৮ জনের একটি দল নিয়ে তারা মাছ শিকারের জন্য নড়িয়ার বাহিরকুশিয়া এলাকার ইউপি সদস্য সাজুর খামারে যান। সেখানে বিকাল সাড়ে ৫টার দিকে মাছ শিকারের জন্য তারা জাল গোছাচ্ছিলেন। এমন সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে।
ওই সময় তিনজন জেলে পুকুরের পাড়ে ছিলেন। আর পাঁচজন জেলে জাল নিয়ে পুকুর থেকে তীরের দিকে আসছিলেন। ঠিক তখনই একটি বজ্র পুকুরে পড়লে শাহীন শেখ, সিরাজ ওঝা ও শাহীন মাঝির মৃত্যু হয়। স্থানীয়রা খবর পেয়ে তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সন্ধ্যায় নড়িয়া থানার পুলিশ নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার বলেন, মাছ শিকারের সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু খুবই দুঃখজনক। এখন আর্থিক সহযোগিতার জন্য ওই পরিবারের পাশে প্রশাসন এবং আমরা রয়েছি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আজ বিকালে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। নিহতদের পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত করা হয়নি।
এসজি