রেস্টুরেন্টে হলো বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা!
খাবারের হোটেলে অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জনবল নিয়োগের লিখিত পরীক্ষা। স্কুলের অফিস সহায়ক, নৈশ্য প্রহরী ও আয়া এই তিন পদে মোট ১২ জন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় শাহ-শের আলী ফিলিং স্টেশনের রেস্টুরেন্টের ভেতর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সাঈদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে আমি উপস্থিত ছিলাম। পরীক্ষাটি বিদ্যালয়ে হলে ভালো হতো। কিন্তু বিদ্যালয়ের সভাপতি ড. আব্দুল মান্নান ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারছিলেন না। তাই তার মালিকানাধীন শাহ-শের আলী ফিলিং স্টেশনের রেস্টুরেন্টের ভেতর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আইনগত কোনো সমস্যা নেই। তবে পরীক্ষা ফেয়ার হয়েছে।
তবে এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সাঈদী কোনো সদুত্তর দিতে পারেননি।
এসজি