হিলিতে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ
হিলিতে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছবি: ঢাকাপ্রকাশ
দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয় শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন রাজ।
শপথ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীনসহ সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি শপথ গ্রহণ করেন। নতুন এই কমিটির মেয়াদকাল আগামী দুই বছর।
শপথ বাক্য পাঠ শেষে নতুন কমিটিকে হিলি স্থল বন্দরের শ্রমিক,ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নতুন কমিটির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলি স্থলবন্দর দেশের বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হলেও সেটা খাতা-কলমে সীমাবদ্ধ। ব্যবসা-বাণিজ্যের অবস্থা অনেক নিম্নগতি। প্রতিদিন বন্দরে ভারতীয় ট্রাকের সংখ্যা নেমেছে গড়ে ৪০ টির মতো। সে কারণে এখানকার অনেক শ্রমিক এখন মানবতার জীবনযাপন করছেন।অনেক আমদানি কারক প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। ব্যবসার গতি ফেরাতে নানামুখী উদ্যোগের কথা জানান তিনি।