থমথমে থানচি: পুলিশ পাহারায় জুমার নামাজ, এলাকা ছাড়ছেন অনেকে
বান্দরবানের থানচি জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছবি: সংগৃহীত
ব্যাংক লুট ও থানায় আক্রমণের পর পুরো বান্দরবানের থানচি জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মনে দেখা দিয়েছে সীমাহীন আতঙ্ক। মসজিদে পুলিশ প্রহরায় আদায় করা হয়েছে জুমার নামাজ। আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন মানুষজন।
শুক্রবার (৫ এপ্রিল) থানচি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশের সতর্ক পাহারা দেখা গেছে। বাজার এলাকা থেকে চান্দের গাড়িতে স্থানীয়দের এলাকা ছেড়ে যেতে দেখা গেছে। তবে পুলিশ বলছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। আতঙ্কের কোনো কারণ নেই।
থানচি এলাকায় বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, আজ শুক্রবার থানচি পাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করা হয়েছে পুলিশ পাহারায়। থানা থেকে কয়েক কিলোমিটার দূরের এই মসজিদে নামাজ শুরুর আগেই অস্ত্র হাতে অবস্থান নেয় পুলিশ।
সকাল থেকে ট্রাকে করে নারী-পুরুষদের এলাকা ছাড়তে দেখা গেছে। এ সময় তাদের সঙ্গে খাবার ও অতিরিক্ত কাপড় দেখা গেছে। থানচি সদর উপজেলার বাজারের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। যারা খুলেছেন, তারাও আছেন আতঙ্কে।
থানচি থানার পাশেই রয়েছে ডাকাতির শিকার সোনালী ব্যাংক ও কৃষিব্যাংক। এর পাশেই থানচি সরকারি উচ্চ বিদ্যালয় তার পাশেই থানচি উপজেলা সদর ইউনিয়নের বাজার। এছাড়া থানার পাশে ও থানচি বাজারে রয়েছে দুইটি বিজিবির নিরাপত্তা ক্যাম্প।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, গতকালের হামলার পর সন্ত্রাসীরা থানার এক থেকে দেড় কিমি এলাকার মধ্যে অবস্থান করছে। আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের ধারণা, পুলিশের উপর হামলা করে তারা নিজেদের শক্তির জানান দিচ্ছে ও অস্ত্র লুটের পরিকল্পনা করছে। আগামীকাল রাতে দুটি জায়গা থেকে তাদের দুটি দল তইক্ষন পাড়া ও শাহজাহান পাড়া থেকে হামলা চালিয়েছে।
থানার জন্য বাড়তি ফোর্স আনা হয়েছে এবং আরও ফোর্স আনা হচ্ছে। সবাই অস্ত্র নিয়ে থানায় চারপাশে সতর্ক অবস্থানে আছে। স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।