বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের চাপায় রিক্সাচালকের মৃত্যু

ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের চাপায় এক রিক্সাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। এ ঘটনার প্রতিবাদে প্রায় ৩ ঘন্টা ধরে ঢাকা-রংপুর মহাসড়কে দিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্সাচালক ও বিক্ষুদ্ধ জনতা।

বুধবার সকাল ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রিক্সাচালক উপজেলার কোগারিয়া গ্রামের গিয়াস উদ্দীনের পুত্র শাহিন (২০) এবং আহত রিক্সাচালক ভাগদরিয়া গ্রামের আসাদুল ইসলাম (৩৩)।

স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে শাহিন রিক্সা নিয়ে থানা মোড়ে যাত্রীর জন্য্য অপেক্ষা করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থানা থেকে পুলিশের রেকারটি মহাসড়কে ওঠার সময় থানা মোড়ে অপেক্ষমান শাহিনের রিক্সাটিকে চাপা দেয়। এতে শাহিন ঘটনাস্থলেই মারা যায় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় আসাদুল নামে আরো একজন রিক্সা চালক আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ। ছবি-ঢাকাপ্রকাশ

এদিকে এ ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা প্রায় তিন ঘন্টা ধরে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে গাইবান্ধা-৪ আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবেরোধকারীরা অবরোধ তুলে নেয়। এরপর প্রায় ৩ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

Header Ad
Header Ad

গুলশানের এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএনসিসি

গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধ দোকান এবং স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে গুলশান-২ এর ৪৬ ও ৯০ নম্বর রোডে অভিযান চালানো হয়, যেখানে প্রায় এক কিলোমিটার রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

এই অভিযানে অন্তত ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে, যার মধ্যে ছিল বিভিন্ন খাবারের টং দোকান এবং হকারদের সামগ্রীর দোকান। উচ্ছেদ কার্যক্রমের ফলে এলাকাবাসী ও চলাচলকারী সাধারণ মানুষের জন্য পথ চলা সহজ ও স্বাভাবিক হয়েছে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম বলেন, “রাস্তা এবং ফুটপাতে অবৈধ দোকান এবং স্থাপনা গড়ে ওঠায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিল এবং যানজট বৃদ্ধি পাচ্ছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে নাগরিকদের চলাচল স্বাভাবিক হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। আমাদের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।”

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের জবাবে ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা করল চীন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে চীন ১০ এপ্রিল থেকে সব ধরনের মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এ ঘোষণা দিয়েছে।

এর আগে, ২ এপ্রিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর শুল্ক বৃদ্ধি করেছিলেন, যার মধ্যে চীনের জন্য ৩৪ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। চীনও এর পরদিন মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে।

৭ এপ্রিল, সোমবার, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, চীন যদি ৮ এপ্রিলের মধ্যে শুল্ক প্রত্যাহার না করে, তবে চীনা পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ বাড়ানো হবে। তবে, চীন ওই হুমকিতে সাড়া না দেওয়ায় ৯ এপ্রিল থেকে শুল্ক বৃদ্ধি কার্যকর করেছে। বর্তমানে, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক দাঁড়িয়েছে ১০৪ শতাংশ।

এদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় রুশ সংবাদমাধ্যম আরটির সঙ্গে কথা বলার সময় জানায়, মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপে বেইজিং কোনো ধরনের বিচলিত নয় এবং শুল্ক বৃদ্ধি করলে চীন পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।

এছাড়া, ২ এপ্রিলের পর ট্রাম্প আরও ১২টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যার মধ্যে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুর রয়েছে। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর, যা ৪৬ শতাংশ। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্কের পরিমাণ ৩৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আরটি, আলজাজিরা, বিবিসি

Header Ad
Header Ad

মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালনে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় এবং সারা দেশে ১০ হাজারেরও বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ নিয়ে অর্থ অপচয় এবং রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এই অনুসন্ধান পরিচালিত হচ্ছে। দুদক সম্প্রতি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সাত সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বুধবার (৯ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, অনুসন্ধান পরিচালনার জন্য দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা হলেন— সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগ অনুযায়ী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশে প্রায় ১০ হাজার ম্যুরাল এবং ভাস্কর্য নির্মাণ করা হয়, যার মোট ব্যয় হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। এই বিপুল ব্যয়কে অপ্রয়োজনীয় এবং অপচয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষের কার্যক্রম চলছিল, তবে করোনা মহামারির কারণে অনুষ্ঠানগুলি যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি, তাই এর মেয়াদ বাড়ানো হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সারা দেশে ১ হাজার ২২০টি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয়, তবে সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনসহ ৭০০-এর বেশি স্থানে এই নির্মাণ কাজ করা হয়, যার ফলে প্রায় ১০ হাজার ম্যুরাল ও ভাস্কর্য গড়ে উঠেছে। এদের মধ্যে প্রতিটির নির্মাণে ব্যয় হয়েছে ৮ লাখ থেকে ৩ কোটি টাকার মধ্যে। সড়কের বিভিন্ন জায়গা, চৌরাস্তায়, নদী বা পুকুরপাড়ে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রবেশপথেও বসানো হয়েছে এসব ভাস্কর্য।

মাসখানেক আগে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যুরালের ডিজাইন ও নকশা তৈরিতে খরচ হয় ৫০ লাখ টাকা, এবং অন্যান্য খরচসহ এর মোট ব্যয় দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্তৃক নির্মিত ১০ ফুট উচ্চতা এবং ৮ ফুট প্রস্থের একটি ম্যুরালের নির্মাণে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। বাংলাদেশের বেতার ৫ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার টাকায় একটি ম্যুরাল নির্মাণ করেছে।

এছাড়া, এসব ম্যুরাল এবং ভাস্কর্য নির্মাণের জন্য কোন পৃথক প্রকল্প গ্রহণ করা হয়নি, এবং স্থানীয় প্রশাসন সরকারি অর্থে এসব নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।

দুদকের অনুসন্ধান এখনো চলমান, এবং এই তদন্তের মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গুলশানের এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএনসিসি
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের জবাবে ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা করল চীন
মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা
‘অতি গোপনীয় অভিযোগ’ নিয়ে দুদকে হাসনাত-সারজিস
ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে: সালাহ উদ্দিন
ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় ৩২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
উদ্ধার করা সওজের জমি দখলে নিল সমন্বয়করা!
নবাব শেখের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী
মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা
বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ
এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার