বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

গোবিন্দগঞ্জে ইপিজেড এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

ছবি সংগৃহিত

প্রধানমন্ত্রী ঘোষিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে শহরের চারমাথা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৭ ব্যাচের আয়োজনে রংপুর ইপিজেড এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি।

এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ওয়ার্র্কার্স পার্টির সভাপতি এম এ মোতিন মোল্লা, জাসদ নেতা সেকেন্দার আলী, জেএসডি নেতা আইয়ুব হোসেন সরকার, বাসদ নেতা রফিকুল ইসলাম, অধ্যক্ষ শরিফ আহমেদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংস্কৃতিক কর্র্মী ও বিশিষ্ট ব্যবসায়ী বাবুলাল চৌধুরী, সাংস্কৃতিক কর্র্মী অলোক কুমার, রির্র্পোটার্র্স ফোরামের শাহ আলম সরকার সাজু, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, ক্রাইম রির্র্পোটার ইউনিটের সভাপতি আলমগীর হোসেন, মানবাধিকার সংস্থার সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাহাদুর রহমান সাজু, দর্র্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহারুল ইসলাম, সমাজকর্মী তৌফিকুল ইসলাম পাপন, নারী নেত্রী হ্য্যাপী খাতুন, ধারাভাষ্যকার রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে রংপুর ইপিজেড এর অবকাঠামো নির্মাণ সহ যাবতীয় কার্যক্রম শুরু করার দাবী জানান। সেই সাথে মহান জাতীয় সংসদে ইপিজেড বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্র্ষণ করে বক্তব্য দেয়ায় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

তারা বলেন,ইপিজেড বাস্তবায়িত হলে প্রায় ২লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইপিজেড কেন্দ্রিক স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,হাসপাতাল,মসজিদ,মন্দিরের মত প্রতিষ্ঠান গড়ে উঠবে। এলাকার নিরাপত্তার জন্য শিল্প পুলিশ জোন ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হবে। বানিজ্যিক ক্ষেত্রে হাট-বাজার, পার্ক, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, ক্লিনিক, রেস্টুরেন্ট ও শপিংমল স্থাপন হবে। আবাসিক ক্ষেত্রে ইপিজেডের কর্মরত মানুষের জন্য বহুতল ভবন, মেস, বাসাবাড়ি, রেস্টহাউজ ও আবাসিক হোটেল নির্মাণ হবে। যোগাযোগ ক্ষেত্রে নতুন রুটে বিভিন্ন যানবাহ। চলাচল ও হেলিপ্যাড চালু হবে। গাইবান্ধা,বগুড়া,জয়পুরহাট দিনাজপুর ও রংপুর জেলায় বেকাত্বের হার কমে যাবে। দেশে আরও দক্ষ জনবল সৃষ্টি হবে। এই দক্ষ জনবল দেশ-বিদেশে কাজ করবে।

রংপুর ইপিজেডে বিদেশী বিনিয়োগ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। ইপিজেডের পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মূদ্রা উপার্জিত হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। ইপিজেড এরিয়ার আশেপাশে জমির মূল্য বহুগুণে বেড়ে যাবে। জাতীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সিকিউরিটি এজেন্সি, আন্তজার্তিক মেশিনারীজ কোম্পানির মত অফিস চালু হবে। ইপিজেড নির্মাণের সময় অনেক লোকবল ও কাঁচামালের প্রয়োজন পড়বে। যার অধিকাংশ স্থানীয়ভাবে সরবরাহ করা সম্ভব। ইপিজেড বাস্তবায়ন হলে ঢাকা-দিনাজপুর মহাসড়ক চার লেনে উন্নীত হবে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রংপুর ইপিজেডের অবকাঠামো নির্মাণসহ যাবতীয় কার্যক্রম দ্রুত শুরু করার জোর দাবি জানান।

 

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের জবাবে ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা করল চীন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে চীন ১০ এপ্রিল থেকে সব ধরনের মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এ ঘোষণা দিয়েছে।

এর আগে, ২ এপ্রিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর শুল্ক বৃদ্ধি করেছিলেন, যার মধ্যে চীনের জন্য ৩৪ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। চীনও এর পরদিন মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে।

৭ এপ্রিল, সোমবার, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, চীন যদি ৮ এপ্রিলের মধ্যে শুল্ক প্রত্যাহার না করে, তবে চীনা পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ বাড়ানো হবে। তবে, চীন ওই হুমকিতে সাড়া না দেওয়ায় ৯ এপ্রিল থেকে শুল্ক বৃদ্ধি কার্যকর করেছে। বর্তমানে, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক দাঁড়িয়েছে ১০৪ শতাংশ।

এদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় রুশ সংবাদমাধ্যম আরটির সঙ্গে কথা বলার সময় জানায়, মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপে বেইজিং কোনো ধরনের বিচলিত নয় এবং শুল্ক বৃদ্ধি করলে চীন পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।

এছাড়া, ২ এপ্রিলের পর ট্রাম্প আরও ১২টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যার মধ্যে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুর রয়েছে। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর, যা ৪৬ শতাংশ। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্কের পরিমাণ ৩৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আরটি, আলজাজিরা, বিবিসি

Header Ad
Header Ad

মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালনে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় এবং সারা দেশে ১০ হাজারেরও বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ নিয়ে অর্থ অপচয় এবং রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এই অনুসন্ধান পরিচালিত হচ্ছে। দুদক সম্প্রতি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সাত সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বুধবার (৯ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, অনুসন্ধান পরিচালনার জন্য দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা হলেন— সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগ অনুযায়ী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশে প্রায় ১০ হাজার ম্যুরাল এবং ভাস্কর্য নির্মাণ করা হয়, যার মোট ব্যয় হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। এই বিপুল ব্যয়কে অপ্রয়োজনীয় এবং অপচয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষের কার্যক্রম চলছিল, তবে করোনা মহামারির কারণে অনুষ্ঠানগুলি যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি, তাই এর মেয়াদ বাড়ানো হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সারা দেশে ১ হাজার ২২০টি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয়, তবে সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনসহ ৭০০-এর বেশি স্থানে এই নির্মাণ কাজ করা হয়, যার ফলে প্রায় ১০ হাজার ম্যুরাল ও ভাস্কর্য গড়ে উঠেছে। এদের মধ্যে প্রতিটির নির্মাণে ব্যয় হয়েছে ৮ লাখ থেকে ৩ কোটি টাকার মধ্যে। সড়কের বিভিন্ন জায়গা, চৌরাস্তায়, নদী বা পুকুরপাড়ে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রবেশপথেও বসানো হয়েছে এসব ভাস্কর্য।

মাসখানেক আগে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যুরালের ডিজাইন ও নকশা তৈরিতে খরচ হয় ৫০ লাখ টাকা, এবং অন্যান্য খরচসহ এর মোট ব্যয় দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্তৃক নির্মিত ১০ ফুট উচ্চতা এবং ৮ ফুট প্রস্থের একটি ম্যুরালের নির্মাণে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। বাংলাদেশের বেতার ৫ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার টাকায় একটি ম্যুরাল নির্মাণ করেছে।

এছাড়া, এসব ম্যুরাল এবং ভাস্কর্য নির্মাণের জন্য কোন পৃথক প্রকল্প গ্রহণ করা হয়নি, এবং স্থানীয় প্রশাসন সরকারি অর্থে এসব নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।

দুদকের অনুসন্ধান এখনো চলমান, এবং এই তদন্তের মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

Header Ad
Header Ad

১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা

শাকিব খান। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের সময় ১২০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ, যা মেহেদী হাসান হৃদয়ের প্রথম পরিচালনা। শাকিব খানের অভিনয়ের কারণে ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করছে এবং প্রায় প্রতিটি শোই হাউজফুল যাচ্ছে। বিশেষ করে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টারে প্রতিদিন ৬০-৭০টি শো চলছে এই ছবিটির।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বহুবার জানিয়েছিলেন যে ছবিটির বাজেট ১৫ থেকে ১৬ কোটি টাকা। কিন্তু ছবির বাজেটের পাশাপাশি প্রশ্ন উঠেছিল শাকিব খানের পারিশ্রমিক কত ছিল? সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।

বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ও শাকিব খান। ছবি: সংগৃহীত

দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়। সেখানে উপস্থাপিকা শাকিব খানের পারিশ্রমিক জানতে চাইলে তিনি সরাসরি জানান, বরবাদ-এ শাকিব খানের পারিশ্রমিক ছিল ১ কোটি ২০ লাখ টাকা।

এর আগে, শাকিব খান সাধারণত ৩-৪ বছর আগেও ছবি প্রতি ৪০-৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন। তবে তার ২০১৮ সালের ছবি প্রিয়তমা ব্যাপক ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর শাকিব তার পারিশ্রমিক দ্বিগুণ করে ফেলেন। বর্তমানে শোনা যাচ্ছে, তিনি তার পরবর্তী ছবিগুলোর জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক চাচ্ছেন। বিশেষভাবে, প্রযোজকরা এখন আর্থিকভাবে শাকিব খানকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, কারণ বর্তমানে তার নামই যেন ‘মানিব্যাক গ্যারান্টি’ হয়ে উঠেছে।

এছাড়া, পরিচালক হৃদয় আরও দাবি করেছেন যে বরবাদ সিনেমার বাজেট ১৫-১৬ কোটি টাকা। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত এবং ইধিকা পাল।

বরবাদ ছবিটি ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত ছবিটি দারুণ ব্যবসা করছে এবং দর্শকদের ব্যাপক প্রশংসা পাচ্ছে, বিশেষ করে শাকিব খানের অভিনয় তাকে আবারও প্রমাণ করেছে চলচ্চিত্র শিল্পের শীর্ষ তারকা হিসেবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের জবাবে ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা করল চীন
মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা
‘অতি গোপনীয় অভিযোগ’ নিয়ে দুদকে হাসনাত-সারজিস
ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে: সালাহ উদ্দিন
ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় ৩২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
উদ্ধার করা সওজের জমি দখলে নিল সমন্বয়করা!
নবাব শেখের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী
মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা
বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ
এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি