নিজের প্রতীক ভুলে নৌকায় ভোট চাইলেন ডা. মুরাদ
নির্বাচনী প্রচারণায় ডা. মুরাদ। ছবি: সংগৃহীত
‘গাজী সাহেবের সন্তান। আপনারা তাকে চিনেন। সবাই আপনারা দোয়া করবেন। নৌকা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ’। জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ডা.মুরাদ হাসান নিজের নির্বাচনী পথসভায় এসব কথা বলেছেন। এসময় পাশে থাকা এক নেতা তাকে মনে করিয়ে দেন তিনি ঈগলের প্রার্থী। তখন হেসে ঈগল প্রতীকে ভোট চান।
বুধবার (৩ জানুয়ারি) সরিষাবাড়ি উপজেলা আওনা ইউনিয়নের নাথের পাড়া এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় ভোট চাইতে গিয়ে এমন বক্তব্য দেন ডা. মুরাদ।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি বলছেন—গাজী সাহেবের সন্তান। ঠিক আছে আপনারা চিনতে পারছেন, সবাই আপনারা দোয়া করবেন। নৌকা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ।’ পরে তার ভুলটুকু ধরিয়ে দিচ্ছেন তার নেতাকর্মী ও সমর্থকরা। পরে তিনি হাসতে হাসতেই আবার ঈগল প্রতীকের ভোট প্রার্থনা করেন এবং ঈগলের বিজয় নিয়েই ঘরে ফিরবেন বলে জানান।
এ বিষয়ে জানতে ডা. মুরাদ হাসানের সহযোগী সাখাওয়াত হোসেন মুকুল ও তার ব্যক্তিগত সহকারী নাঈমকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
উল্লেখ্য, জামালপুর-৪ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান (ঈগল প্রতীক), আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদ (ট্রাক) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) তারিখ মাহদী, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম (সোনালী আঁশ), জাতীয় পার্টির আবুল কালাম আজাদ (লাঙ্গল) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল)।