রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, যুবক নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকালে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত ইমান হোসেন (১৮) উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিরাজ হোসেনের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সোমবার সকাল ৮টার দিকে ওই ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এসময় ইমান হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের আইএমও হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।