রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. রেদোয়ান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২ জুন) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মো. রেদোয়ান ওই ক্যাম্পের এফ ৬ ব্লকের ১১৯ নম্বর শেল্টারের হাসু মিয়ার ছেলে। আহত আয়াস (২২) একই ক্যাম্পের ই-৮ ব্লকের ৭৮৫ শেল্টারের মোহাম্মদ নিজামের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ এসব তথ্য জানান।
তিনি জানান, ভোরে ওই রোহিঙ্গা ক্যাম্পে ১০-১২ জন দুর্বৃত্ত দুই রোহিঙ্গাকে প্রথমে কুপিয়ে আহত করে। পরে তাদের লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। গোলাগুলির খবর শুনে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান। এসময় গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন এবং অপর গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন রয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে।