৭০ হাজার ইয়াবা রেখে মিয়ানমার পালাল পাচারকারীরা
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি টহলের মুখে পড়ে ব্যাগ ফেলে জঙ্গল দিয়ে মিয়ানমার পালিয়েছে মাদক পাচারকারীরা। ফেলে যাওয়া ব্যাগ থেকে জব্দ করা হয় ৭০ হাজার ইয়াবা।
রবিবার (২৮ মে) দুপুরে এসব তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
বিজিবি জানায়, মাদক কারবারিরা ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে এমন সংবাদ পায় বিজিবি। এরপর বিজিবির টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে নাইক্ষ্যংছড়ির পশ্চিম আমবাগানে অবস্থান নেয়। পরে শনিবার (২৭ মে) রাত সাড়ে ১২ টার দিকে ইয়াবা পাচারকারীরা সীমান্ত থেকে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবির টহল দলের সামনে পড়লে ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এসজি