বান্দরবানে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালীকরণ, জনগণের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বান্দরবানে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) সকালে বান্দরবান অরুণ সারকি টাউন হল মিলানায়তনে এই বর্ধিত সভার আয়োজন করে জেলা আওয়ামীলীগ।
এসময় জাতীয় ও দলীয় পতাকা এবং বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে বিশেষ বর্ধিত সভার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা’র সভাপতিত্বে দলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, মংওয়ে প্রু, আব্দুর রহিম চৌধুরি, উজ্জ্বল কান্তি দাশ, একেএম জাহাঙ্গীর, সত্যহা পানজি ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখরসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এছাড়া আগামী সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
/এএস