বান্দরবানে মাইন বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
বান্দরবানে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। নিহত মো. রাশেদ চট্টগ্রাম জেলার বাঁশখালীর চনুয়া গ্রামের নুরুল হকের ছেলে।
মঙ্গলবার (২৩ মে) সকালে রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রি-ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাইক্ষ্যাং পাড়ার থানচি-লিক্রে সীমান্ত সড়কের ধোপানিছড়া এলাকায় বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী পরিচ্ছন্নতার কাজ করার সময় এই বিস্ফোরণ ঘটে।
নিহতের সঙ্গী নির্মাণশ্রমিক মো. নেজাম উদ্দিন বলেন, গত সোমবার থেকে থানচি লিক্রের নতুন নির্মাণাধীন সড়কের ড্রেনের কাজ করছিল ১৬ জন শ্রমিক। আজ সকালে ড্রেনের পাশে ২০০ গজের মধ্যে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নির্মাণশ্রমিক রাশেদ ও দুলাল আহত হয়। তাদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল্লা আল নোমান জানান, দুপুর ১২টা ২০ মিনিটে বিজিবি সদস্যরা স্থলমাইন বিস্ফোরণে আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। আহত মো. রাশেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গুরুতর আহত দুলাল (৩৫) কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, স্থলমাইন বিস্ফোরণে এক যুবক নিহত ও অপর একজন আহতের খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থলটি রুমা-থানচি সীমান্ত এলাকা হওয়ায় কোন এলাকায় পড়েছে তা নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের পুলিশ পাঠানো হয়েছে।
এসজি