চুয়াডাঙ্গায় বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত
চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী বাস পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাগর হোসেন (২৫) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১২/ ১৫ জন যাত্রী। সোমবার (১৫ মে) রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা দর্শনা ইসলাম পাড়ার তাহসান ইসলাম বাবুর ছেলে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১১টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪২) বাসটি। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জবাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে আনুমানিক ১২ থেকে ১৫ জন যাত্রী গুরুতর আহত ও একজন বাসের সুপারভাইজার নিহতের খবর পাওয়া যায়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আমরা উদ্ধার কাজ শুরু করি। একজন ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এসআইএইচ