বান্দরবানে পাহাড় থেকে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যংপাড়া এবং ক্যাপলং পাড়ার মধ্যবর্তীস্থান থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) দুপুর ২টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) এবং দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩) । তারা সবাই উপজেলার রনিন পাড়ার বাসিন্দা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাইক্ষ্যংপাড়ার আশপাশে সকাল থেকে গুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এসজি