রাঙামাটিতে পুলিশের অভিযানে ৬০০ লিটার মদ উদ্ধার
রাঙামাটির পিটিআই (প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট) সংলগ্ন পাঁচ পরিবার নামক এলাকায় পুলিশ অভিযান চালিয়ে চেলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রবিবার (৭ মে) রাতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ পরিবার এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন ) মারুফ আহমেদের নেতৃত্বে রাঙামাটি জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরিতে জড়িতরা পালিয়ে যায়। অভিযানে স্থানীয় শান্তি রঞ্জনের বাসা থেকে ৩০০ লিটার, প্রলাদ চাকমা-বাসা থেকে ১০০ লিটার, যুবলিকা তালুকদারের বাসা থেকে ৫০ লিটার, শান্তি চাকমার বাসা থেকে ৫০ লিটার ও সমন্বয় দেওয়ানের বাসা থেকে ১০০ লিটার মোট ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
এ ব্যাপারে রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন ) মারুফ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কাউতে গ্রেপ্তার করতে না পারলেও ৬০০ লিটার মদসহ মদ তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।
এসআইএইচ