ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ মে) বিকালে ঢাকার নয়াপল্টন এলাকায় তার ব্যবসায়িক অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীব কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকারের বিরুদ্ধে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। বুধবার তিনি ঢাকায় তার ব্যবসায়িক অফিসে রয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। আগামীকাল ৩ মে সকালে তাকে ফেনী আদালতে সোপর্দ করা হবে। তাকে ঢাকা থেকে বিকালে গ্রেপ্তার করা হলেও ফেনী নিয়ে আসার পর বিষয়টি জানাজানি হয়।
এদিকে নাসির উদ্দিন খন্দকারকে গ্রেপ্তার প্রতিবাদে সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। পরে মিছিলটি ইসলামপুর রোডে বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।
গ্রেপ্তার বিষয়ে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। এসব করে বিএনপির আন্দোলন দমানো যাবে না।
এদিকে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন অভিযোগ করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকারের বিরুদ্ধে সবগুলো মামলা রাজনৈতিক হয়রানিমূলক। তিনি এই গ্রেপ্তারের নিন্দা জানান এবং তার মুক্তি দাবি করেন।
এসজি