বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাংপাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘট। পরে দুপুরে পুলিশ ওই এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তা জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই আজকের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এসজি