অর্থনীতিতে পার্বত্য চট্টগ্রাম বিপ্লব ঘটাবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের বিরাট এলাকাজুড়ে পাহাড় আর এই পাহাড়ি অঞ্চলেও অনেক সম্ভাবনা রয়েছে। আগে পাহাড়ের পাদদেশে সমতল জায়গাতে কিছু ফসল হত কিন্তু এখন এ পাহাড়ের মধ্যেও অনেক ফসল করা যায়। এখানে আমের মধ্যে কপি লাগিয়েছে।
এর জন্য সরকারের পক্ষ থেকে প্রযুক্তি সহায়তা, অর্থনৈতিক সহায়তা, চারা লাগানোর পরিচর্যা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা যদি সযোগিতা করে তাহলে পাহাড়ের সম্ভাবনা অপরিসীম। দেশের অর্থনীতিতে পার্বত্য চট্টগ্রাম একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে।
বুধবার (৫ এপ্রিল) সকালে বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে কাজুবাদাম ও কফি বাগান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরে নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম ডিগ্রী কলেজে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মন্ত্রী আরও বলেন, দেশে ও আন্তর্জাতিক বাজারে কাজুবাদাম ও কফির বিশাল চাহিদা রয়েছে। দামও অনেক বেশি। ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। এসব ফসলের চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যোক্তাদেরকে আমরা বিনামূল্যে উন্নত জাতের চারা, প্রযুক্তি ও পরামর্শসেবা প্রদান করে যাচ্ছি। এখন পর্যন্ত কফি ও কাজুবাদামের ১২ লাখ চারা বিনামূল্যে কৃষকদেরকে দেওয়া হয়েছে, আর এ বছর আরও ২০ লাখ চারা দেওয়া হবে।
পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়াারম্যান ড. শেখ মো: বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান মো :শফিউল্লাহসহ সরকারী বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএজেড