'মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পাকিস্তান শাসকরা যা করত, তার চাইতে বেশি এই সরকার করছে। আমরা গত ১৪ বছর একটি দাবিতে আন্দোলন করে আসছি। জনগনের ভোট জনগনকে ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম এতোই বেড়ে গেছে, মানুষ আজ বাজার করতে পারছে না। বাজারে নিত্যপণ্যের দর আজ মানুষের নাগালের বাহিরে । মানুষ বাঁচতে চায়।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়ে গ্রেপ্তার বিএনপির সব নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আয়োজিত গণমিছিলের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যে ২৭ দফা দিয়েছি, যদি আন্দোলন করে জয়লাভ করতে পারি। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি। যে জন্য দেশ স্বাধীন করেছিলাম, মুক্তিযোদ্ধ করেছিলাম। সেটার কিছুই এখন আজ নেই।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবৃ ওয়াহাব আকন্দসহ প্রমুখ। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এএজেড