সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

'বেগুন কাণ্ডে বিব্রত মানুষ, খেলেই হবে না ক্যানসার'

বেগুনে মিলেছে ক্যানসারের উপাদান। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমন একটি গবেষণা ফল প্রকাশিত হয় আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্টে। গবেষণায় দাবি করা হয়, জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দহে যে বেগুন চাষ করা হচ্ছে, তাতে ক্যানসার সৃষ্টিকারী হেভি মেটাল উপাদান লেড, ক্যাডমিয়াম ও নিকেলের উপস্থিতি তুলনামুলকভাবে বেশি ধরা পড়েছে।

বেগুন কমবেশি অনেকেই পছন্দের সবজির তালিকায় রাখেন। তবে, এই বেগুনে ধরা পড়েছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের বিজ্ঞানী অধ্যাপক জাকির হোসেনের দুই বছরের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। হেভি টক্সিক মেটালের এই বেগুন ক্রমাগত গ্রহণ করলে মানবদেহে ক্যানসারের প্রবনতা বাড়তে পারে।

গবেষকরা বলছেন, জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ২০টি স্পটের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা বেগুন ও মাটির স্যাম্পল পরীক্ষায় এসব হেভি মেটালের উপাদান মিলেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকির হোসেন ঢাকা প্রকাশকে জানান, আমরা বেগুন এবং বেগুন চাষের মাটিতে ভারী ধাতু খুঁজতে গিয়ে এ গবেষণা করি।

গবেষণায় দেখা গেলো ৭৫ শতাংশ বেগুনে সীসার পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে বেশি ছিল। একই সাথে ১০ শতাংশ নমুনাতে ক্যাডমিয়ামের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে বেশি ছিল। আমাদের গবেষণা থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে, যে জায়গার মাটিতে ভারী ধাতুর পরিমাণ বেশি সে জায়গার বেগুনে ভারী ধাতু বেশি লক্ষ্য করা গেছে। বেগুন খেলেই যে আমরা রোগাক্রান্ত হয়ে যাবো এমনটা নয়।

বিষয়টা হলো যেসমস্ত বেগুনে ভারি ধাতু আছে ঐই সমস্ত বেগুন সবজি হিসেবে ক্রমাগত বা দীর্ঘ সময় যদি ভক্ষণ করতে থাকি তাহলে তাহলে এ সমস্ত ভারী ধাতুর পরিমাণ আমাদের শরীরে জমা হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিবে এবং যখন এটার সহনীয় মাত্রা বেশি হয়ে যাবে তখন এক পর্যায়ে গিয়ে তারা ক্যানসার তৈরীতে সহায়তা করতে পারে।

তিনি আরও বলেন, কিছু কিছু প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিয়ার কারণে সমাজে একটা ভুল মেসেজ চলে গেছে এটা যেমন সত্য তেমনি এটাই আমরা ক্লিয়ার করার ও চেষ্টা করেছি। আসলে এ ধরনের পরিস্থিতি তৈরি হোক সেটা আমাদের কাম্য ছিলনা এবং এটা আমরা চাইনি। আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে মানুষের শরীরে ক্যানসারের ঝুঁকি তৈরী করতে পারে এমন শত শত উপকরণ রয়ে গেছে তার মধ্যে একটা উপকরণ হলো ভারী ধাতু।

এখন কথা হলো ভারী ধাতু আসলেই আমরা ক্যানসারে আক্রান্ত হয়ে যাব বিষয়টা এমন নয় এটা আরও অনেক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। কৃষকরা বলছেন বেগুনের পোকা দমনে ক্রমাগত কিটনাশক প্রয়োগ করতে হচ্ছে। যা তাদেরও ক্ষতি হচ্ছে। সরকারের সাড়ে চার লাখ টাকা ব্যয়ে গবেষণায় শুধু বেগুন নয়, ওই এলাকার সিম, টমেটোসহ আরও বেশকিছু সবজিতে ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। যা নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন বলছেন গবেষকরা।
এএজেড

Header Ad
Header Ad

পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস অন্তত ১৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।

সোমবার (৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে নাজিমউদ্দিন রোডে মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ভোর ৪টা ১০ মিনিটে পাঁচতলা ভবনটির নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ১২ মিনিটে আগুন নেভায়। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয়তলা থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, লেপ-তোশকের দোকানটির পাশের ‘রিয়েল উড’ নামে ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানটিতে দুইজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে আমিনউদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আতিকুর রহমান আরও জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর যাবত দোকানটির ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন আমিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।

Header Ad
Header Ad

ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরাইলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। রোববার রাতে এই হামলার কথা জানিয়েছে তারা।

আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরাইলি বাহিনী বেসামরিক মানুষের ওপর যেসব গণহত্যা চালাচ্ছে, তার জবাবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি।’

ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা থেকে মোট ১০টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।

রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশেপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ায়।

আশকেলনের মেয়র জানান, শহরে একটি রকেট বিস্ফোরণে একজন মানুষ সামান্য আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

হিব্রু চ্যানেল ১৩ জানিয়েছে, আশকেলনে রকেট হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চ্যানেল ১২ দাবি করেছে, এই রকেটগুলো ছোড়া হয়েছে দেইর আল-বালাহ এলাকা থেকে। কিন্তু ইসরাইলি সেনাবাহিনীর মতে, সেখানে তখন কোনো সামরিক তৎপরতা ছিল না।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, ‘গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই হবে।’

Header Ad
Header Ad

আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে রকেট হামলার জবাবে ‘শক্ত প্রতিক্রিয়া’ জানানোর নির্দেশ দিয়েছেন। রোববার গাজা উপত্যকা থেকে প্রায় ১০টি রকেট ছোড়া হয় বলে তার কার্যালয় জানায়।

এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় আইডিএফ-এর তীব্র অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন।’

এই ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পথে বিমানে ছিলেন। তিনি সেখান থেকেই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে কথা বলেন।

এই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল-বালাহ এলাকার কিছু অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। সেনাবাহিনীর মতে, রকেট হামলাগুলো এই এলাকা থেকেই চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদ্রায়ি এক্স-এ লিখেছেন, ‘গাজা উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় অবস্থানরত সব বাসিন্দাদের উদ্দেশ্যে এটি একটি চূড়ান্ত এবং জরুরি সতর্কবার্তা। হামলা শুরু হওয়ার আগেই আপনাদের নিরাপত্তার জন্য সাথে সাথে দক্ষিণে মাওয়াসি এলাকার পরিচিত আশ্রয়স্থলে চলে যান।’

তিনি আরও লেখেন, ‘যেখান থেকেই রকেট ছোড়া হবে, আমরা সেখানে তীব্র হামলা চালাব।’

পরে ইসরায়েলি বাহিনী জানায়, তারা গাজা থেকে রকেট ছোড়ার পর পাল্টা আঘাত হিসেবে ওই এলাকায় একটি রকেট লঞ্চারের ওপর বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করে, এই লঞ্চার থেকেই রকেট ছোড়া হয়েছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
গাজায় ইসরায়েলের গণহত্যায় ছাত্রদলের নিন্দা ও কর্মসূচি ঘোষণা
দপ্তর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
শুল্ক নিয়ে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ: প্রেস সচিব
দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের পরিদর্শন
ফেসবুকে নির্বাচনের কথা লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে: ইশরাক
গাজায় গণহত্যার প্রতিবাদ: ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক
যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা
বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার
এসএসএফের সাবেক ডিজি ও তার স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন
গাজার গণহত্যার বিরুদ্ধে সোমবার দেশবাসীকে রাজপথে নামার আহ্বান সারজিসের
ইতিহাস সৃষ্টি করে মার্চে এলো ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স
দুদকের সাবেক অ্যাম্বাসেডর থেকে আসামি হতে যাচ্ছেন সাকিব!