এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান অহনা
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ফেনীতে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়েছে। টেকওভারের এবারের প্রতিপাদ্য বিষয়-ক্ষমতায় সমানে সমান। টেকওভারের মাধ্যমে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন থেকে প্রতীকী দায়িত্ব নিয়ে ১ ঘণ্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ফেনী জেলা এনসিটিএফের সভাপতি ফারজানা আহমেদ অহনা।
মঙ্গলবার (৮ নভেম্বর) সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের অধিকার এখন কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সব কিছু বাস্তবায়ন হচ্ছে। কন্যা শিশুদের আলাদা দিবস করার এখন প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিশুরা তাদের অধিকার পাচ্ছে। শিশুদের প্রতি ওনার ভালোবাসা ভাষায় প্রকাশ করা যাবে না। বঙ্গবন্ধু যেভাবে শিশুদের ভালোবাসতেন
প্রধানমন্ত্রীও ভালোবাসেন।
শিশুদের উদ্দেশে উপজেলা চেয়ারম্যান বলেন, জীবনে এগিয়ে যেতে হলে সকলকে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। তাহলে সকলেই নিজের যোগ্যতা অর্জন করতে পারবে। নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারলে জীবনে সফল হওয়া সম্ভব। এ সময় তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান ও প্রতীকী দায়িত্ব হস্তান্তর করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
প্রতীকী দায়িত্ব নিয়ে এনসিটিএফ সভাপতি ফারজানা আহমেদ অহনা বলেন, প্রতীকী হলেও এটি জীবনের অনেক বড় পাওয়া। দেশে কন্যা শিশুরা এখন পিছিয়ে নেই। এই প্রতীকী দায়িত্ব আমাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবে। বিশেষ করে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।
তিনি বলেন, প্রতীকী দায়িত্ব ছাড়া ভবিষ্যতে যদি বাস্তবিক উপজেলা চেয়ারম্যান হতে পারি শিশুদের অধিকার রক্ষায়, অসহায় মানুষের পাশা দাঁড়ানো, বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা, সোনাগাজী উপজেলার উপকূলের শিশুদের সুযোগ-সুবিধা নিশ্চিতসহ মানুষের কল্যাণের জন্য কাজ করব। এ সময় তিনি শিশু অধিকার রক্ষায় বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।
এনসিটিএফ ফেনীর সাধারণ সম্পাদক নাসিফ আল মাহমুদের সভাপতিত্বে টেকওভার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিটিএফ ফেনীর উপদেষ্টা আসাদুজ্জামান দারা, ইয়েস বাংলাদেশ এর জেলা স্বেচ্ছাসেবক ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান মুরাদ, সাবেক সভাপতি মাহবুবা তাবাসসুম ইমা।
এসআইএইচ