নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর
নওগাঁ সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন- মতিউর রহমান (২০) ও নাহিদুল ইসলাম (২১)।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান সদর উপজেলার চন্ডিরপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে এবং নাহিদুল ইসলাম এর পারিবারিক পরিচয় জানা যায়নি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। এসময় সদর উপজেলার বলিহার রাজবাড়ী থেকে মতিউর রহমান ও তার বন্ধু নাহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে মোটসাইকেল নিয়ে উঠার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মতিউর রহমান মারা যান। এসময় তার বন্ধু নাহিদুলের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যায়। ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি আরো জানান, নিহত মতিউর নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী তবে নাহিদুলের পারিবারিক পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএন