অন্তরঙ্গ ছবি তুলে টাকা আদায়ের অভিযোগে পুলিশ কর্মকর্তার স্ত্রী আটক
রংপুরে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশের এক কর্মকর্তার স্ত্রীকে আটক করেছে মেট্রোপলিটান কোতোয়ালী থানার পুলিশ। আটক নারীর নাম কানিজ ফাতিমা। তার স্বামী পুলিশের রংপুর রেঞ্জের একজন কর্মকর্তা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ।
পুলিশ বলেছে বিষয়টি তদন্তাধীন। তাই, এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মহানগরীর বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাদের সঙ্গে পরিচিত হয়ে তাকে কৌশলে নিজেদের আস্তানায় নিয়ে যেত একটি গ্রুপ। এরপর সেখানে অশ্লীল ছবি তুলে জিম্মি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো। এছাড়া হত্যার ভয় দেখিয়ে বলপূর্বক অর্থ আদায়, স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ, চুরি এবং ভয়ভীতি প্রদর্শন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্রটি।
গত রবিবার রাতে এই চক্রের সদস্য মো. শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী মোছা. আসমানী আক্তারকে (২৪) গ্রেপ্তার করে র্যাব। তাদের ৬তলা বাসায় টর্চার সেল আবিস্কার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, আটক কানিজ ফাতেমার স্বামী রংপুর রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা। তবে এখন কিছু বলা যাবে না। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
/এএন