বজ্রপাত থেকে বাঁচতে মেঘনায় ঝাঁপ, নিঁখোজ ৩ জেলে

মেঘনা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে বজ্রপাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে নিঁখোজ রয়েছেন তিন জেলে। এ সময় আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের হিজলা উপজেলায় আজাদ সরকারের মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন-হিজলার মেমানিয়া ইউনিয়নের মেমানিয়া গ্রামের বাসিন্দা সিকিম আলী সরদারের ছেলে মোক্তার সরদার (২৫), একই গ্রামের খলিল রাঢ়ীর ছেলে আমির রাঢ়ী (৩৫) এবং বারেক সরদারের ছেলে ফরহাদ সরদার (১৮)।
এদিকে উদ্ধারকৃত দুজন হলেন-ওই এলাকার আবুল সরদারের ছেলে রবিউল সরদার (১৮) এবং মফিজ সরদারের ছেলে ওসমান সরদার (২৫)।
এ বিষয়ে নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, ‘ভোরে পাঁচ জেলে নৌকাযোগে মেঘনা নদীতে ইলিশ ধরতে যায়। জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিলেন। এ সময় গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দে জেলেরা আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দেন।
