নদীর পানিতে তলিয়ে আছে বসতঘর ও ফসলের ক্ষেত
সাগরে নিম্নচাপের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পানি বিপৎসীমার ১৫ সেন্টিামটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে এখনো তলিয়ে আছে বসতঘর ও ফসলের ক্ষেত। সকাল থেকে বৈরি আবহাওয়া বিরাজ করছে।
থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে সব শ্রেণির মানুষ। জোয়ারের তীব্র স্রোতের কারণে দেখা দিয়েছে বিভিন্ন স্থানে নদী ভাঙন।
গতরাতে নলছিটি উপজেলার বহরমপুর গ্রামে তিনটি দোকান নদীতে বিলিন হয়ে গেছে। পানিবন্দি রয়েছে হাজারো মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অফিসের পানি ঢুকে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
জেলা শহরে সুগন্ধা তীরের নতুনচর ও কলাবাগান এলাকায় অনেক পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে বঙ্গপসাগর নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার মানুষ।
এএজেড