দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার
বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় পাইকারি কাঁচামালের বাজার বরিশাল বহুমুখী সিটি মার্কেট। এখানে বরিশালের পুরো বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক-ট্রলার বোঝাই করে শীতকালীন সবজি আসছে। বিক্রিও হচ্ছে সে রকম। সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দামও হাতের নাগালে।
বরিশাল বিভাগের ভোলা, চরফ্যাশন, ঝালকাঠি, জিনার, স্বরূপকাঠী, বৈঠাকাটাসহ বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে প্রচুর পরিমাণে শীতের সবজি আসছে পাইকারি এ মোকামে। বেচা-বিক্রি চলছে ধুম।
এছাড়া দেশের উত্তর অঞ্চলের ভিতরে যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব এলাকার কৃষকদের কাঁচা সবজি বরিশালের এ বাজারে আসে।
মেহেরপুরের পাইকারি বিক্রেতা সবুজ বলেন, ‘এ বছর আমাদের মেহেরপুরের কৃষকদের শীতের শবজি চাষ ভালো হয়েছে। আমরা ক্ষেতসহ কিনে তারপর ট্রাক ভরে বরিশালে নিয়ে আসি। এ ক্ষেত্রে কৃষকদের বাড়তি কোনো কষ্ট করতে হয় না। তারা আমাদের থেকে ন্যায্য মূল্যই পায়।’
কাঁচা বাজারের জেষ্ঠ্য কর্মচারী মতিউর রহমান বলেন, ‘মোকামে ৫০০-৬০০ কর্মচারী আছে। যারা প্রতিদিন এখানে কাজ করে জীবিকা নির্বাহ করে। এখানে কাজ করেই তাদের সংসার চলে। এটাই একমাত্র ভরসার স্থান। আমরা এখানে প্রতিদিন কাজ করে প্রতিদিনের টাকা বুঝে নেই। সকল কর্মচারী ভালো আছে।’
বাজারটির দত্ত বাণিজ্যলয়ের ম্যানেজার আল-আমিন বলেন, ‘আমাদের এই মোকামে কৃষকরা তাদের পণ্য বিক্রি করে সঠিক মূল্য পায়। তাদের ক্ষেত থেকে সরাসরি এ সবজি, কাঁচামাল এখানে সড়ক ও নৌ পথে আসে। প্রতিদিন প্রায় সোয়া কোটি টাকার লেনদেন হয় এই পাইকারি বাজারে।’
জামিলা খান নামে একটি প্রতিষ্ঠানের সত্বাধিকারী মো. মামুন খান বলেন, ‘দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় কাঁচামালের পাইকারি বাজার এই বহুমুখি সিটি মার্কেট। এখান থেকে বরিশালের বরগুনা, আমতলি, পটুয়াখালী, বাকেরগঞ্জ, পিরোজপুরসহ এ অঞ্চলের বিভিন্ন জায়গায় পাইকারি দরে কাঁচামাল যায়। এর উপর দক্ষিণাঞ্চলের কৃষকরা যেমন তাদের পণ্য বিক্রি করার জন্য নির্ভলশীল, তেমন সাধারণ মানুষও নির্ভরশীল।’
/এএন