তথ্য বিভ্রাট, জন্মস্থান ভিয়েতনাম!
জন্ম থেকে শুরু করে স্থায়ী বাসিন্দাসহ সব বাংলাদেশের রাঙামাটি জেলায়। কিন্তু জাতীয় পরিচয়পত্রে ছাপা হয়েছে জন্মস্থান ভিয়েতনাম।
নিয়মমাফিক নতুন ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য সব কাগজপত্রই জমা দিয়েছেন। মা-বাবার জাতীয় পরিচয়, জন্মনিবন্ধন সনদ ও স্থায়ী বাসিন্দা সনদসহ সব কাগজপত্র জমা দিয়েছেন, অফিসও কোনো ধরনের আপত্তি ছাড়াই গ্রহণ করেছে। সবই ঠিক ছিল তবে বিপত্তি দেখা দিয়েছে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিতে। জন্মস্থান বাংলাদেশের স্থলে লিপিবদ্ধ আছে ভিয়েতনাম। এ দেখে বিস্মিত হয়েছেন নতুন ভোটার তালিকায় নাম লেখানো অনেকেই।
রাঙামাটিতে গেল কয়েকদিন ধরেই নতুন ভোটাররা জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করে অনেকেই অবাক হয়েছেন। তবে পুরো বিষয়টিকে সফটওয়্যারজনিত ত্রুটি বলছেন স্থানীয় নির্বাচন অফিস।
বিষয়টি নিশ্চিত করে নতুন ভোটার তাহরীমা আকতার বলেন, এ বছর নতুন ভোটার হতে নির্বাচন কমিশনের সব শর্তানুযায়ী ডকুমেন্টস সাবমিট করি। কিন্তু কয়েকদিন আগে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করে দেখি জন্মস্থান এসেছে ভিয়েতনাম। একেবারে দেশ ছেড়ে বিদেশে জন্মস্থান হয়ে গেল।
একই কথা জানিয়েছেন শিক্ষার্থী অপি সাহা। তিনি বলেন, গেল জুন মাসের দিকে ভোটার তালিকায় যুক্ত হতে আবেদন করি এবং কয়েকদিন আগে অনলাইন কপি ডাউনলোড করি। কিন্তু সেখানে দেখা যায় জাতীয় পরিচয়পত্রে সব তথ্য সঠিক থাকলেও জন্মস্থান এসেছে ভিয়েতনাম। যা দেখে বিস্মিত হই। আমি ছাড়াও আমার এক ছোট বোনের জাতীয় পরিচয়পত্রেও এমন এসেছে। এটি অফিসিয়াল ত্রুটির কারণে হয়েছে বলে মনে হচ্ছে।
এদিকে নির্বাচন অফিসের এক কর্তাকর্তা জানান, কেবল ভোটাররা নন, রাঙামাটির সকলের আইডি কার্ডের অনলাইনে এটি হয়েছে। সফটওয়্যার জটিলতার কারণে এমনটা হয়ে থাকে, তবে এটি সহজেই সমাধানযোগ্য।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শফিকুর রহমান জানান, এটি সফটওয়্যার জটিলতার কারণে হয়েছে। ভুক্তভোগী ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা আমাদের জানানোর পর আমরা ঢাকায় নির্বাচন অফিসে যোগাযোগ করি এবং কমিশন সেটা একদিনের মধ্যেই সমাধান করে দেয়। এখন সব তথ্যই ঠিক আছে।
এসজি/