রবিবার, ৩০ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পদত্যাগ করলেন ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার

ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন। ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ইসরায়েল সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন।

ইসরায়েলের সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন কোহেন। বুধবার গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিভ আসরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগ পত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেছেন, “আমার ব্রিগেডের মূল দায়িত্ব ইসরায়েল-গাজা সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে ভয়াবহ হামলা আমাদের ব্যর্থতার পরিচায়ক। আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি।”

ইসরায়েলের গাজা ডিভিশন তিনটি ব্রিগেডে বিভক্ত— উত্তর, কেন্দ্রীয় ও দক্ষিণ। ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারোন ফিল্কেনমান এবং মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোসেনফোল্ড একই কারণ দেখিয়ে মার্চের শুরুতেই পদত্যাগ করেছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে গাজা উপত্যকা শাসক গোষ্ঠী হামাসের প্রায় এক হাজার যোদ্ধা। সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা। সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সি

Header Ad
Header Ad

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র দুটি হস্তান্তর করেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব মো. আব্দুস সাত্তার ও তারেক রহমানের এপিএস মেহেদী হাসান আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, ড. ইউনূস পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এতে রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশিষ্টজন, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Header Ad
Header Ad

ধ্বংসস্তূপের মধ্যে গাজাবাসীর ঈদুল ফিতরের নামাজ

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের মধ্যেই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন গাজার নারী-পুরুষরা। চারদিকে ধ্বংসপ্রাপ্ত ভবনের স্তূপ, তারই মাঝে ঈদের সকাল উদযাপন করেছেন ফিলিস্তিনিরা। ছোট ছোট শিশুরা বাবার হাত ধরে ঈদগাহে এসেছে নামাজ পড়তে।

ইসরায়েলের টানা হামলার মধ্যেও ঈদের জামাতে অংশ নিয়েছেন গাজাবাসী। ফিলিস্তিনি সাংবাদিক এবং গাজার সাবেক বাসিন্দা মনসুর শোমান আল-জাজিরাকে জানান, ইসরায়েলি বোমাবর্ষণের মাঝেও বহু ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেছেন।

তিনি বলেন, “ঈদের সকাল থেকেই ভাই-বোন, মা-বাবা, দাদা-দাদি, নানু-নাতি মসজিদে বা ফাঁকা ময়দানে একত্রিত হয়েছেন। শত বাধা উপেক্ষা করেও গাজার ঐতিহাসিক শক্তিশালী সামাজিক বন্ধন ও পারিবারিক কাঠামো এখনো অটুট রয়েছে।”

শোমান আরও বলেন, “গাজায় মুদ্রার ঘাটতি ও চলমান সংকটের কারণে দুর্ভাগ্যবশত, এই প্রজন্মের শিশুরা ঈদের সেই আনন্দ উপভোগ করতে পারছে না, যা তাদের বড় ভাই-বোনরা বছরের পর বছর ধরে উপভোগ করেছে।”

ঈদুল ফিতরের আগের দিনও ইসরাইলি হামলায় রক্ত ঝরেছে গাজায়। বিভিন্ন এলাকায় ইসরাইলি বোমা বর্ষণে এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা শহরে একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি কামান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Header Ad
Header Ad

জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত: ডিএমপি কমিশনার

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ অন্যান্য স্থানে ঈদুল ফিতরের জামাত নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রবিবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।

তিনি বলেন, অন্যান্য বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত এবং ঢাকা মহানগরের ১১১টি ঈদগাহ ও ১,৫৭৭টি মসজিদে মোট ১,৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। নিরাপত্তার অংশ হিসেবে প্রবেশ গেটগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হবে। পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে।

ঈদগাহে প্রবেশের প্রধান তিনটি সড়ক—মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং তাদের জন্য পৃথক প্রবেশ গেট ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ঈদগাহ ও আশপাশের এলাকায় স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। সোয়াট ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত থাকবে। পাশাপাশি, সাদা পোশাকে ডিবি ও সিটিটিসির সদস্যদের মোতায়েন করা হবে এবং ওয়াচ টাওয়ার থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের কোনো ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করা হচ্ছে। জামাত শেষে সুশৃঙ্খলভাবে ঈদগাহ ত্যাগের আহ্বান জানানো হয়েছে। কেউ সন্দেহজনক কিছু লক্ষ্য করলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে বা ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “আমরা দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি—একটি প্রকাশ্য (ওভার), অন্যটি গোপন (কভার)। সব নিরাপত্তা ব্যবস্থা প্রকাশ করা হয় না, কিছু বিষয় কৌশলগত কারণে গোপন রাখা হয়। তবে এবারের ঈদে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।”

তিনি আরও জানান, ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া এটিইউ, সিটিটিসি, ডিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক অপতৎপরতা ও গুজব ছড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সবসময় সতর্ক রয়েছি। শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কার্যক্রমও নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”

ডিএমপি কমিশনারের এই ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, আসন্ন ঈদ জামাত নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা
ধ্বংসস্তূপের মধ্যে গাজাবাসীর ঈদুল ফিতরের নামাজ
জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত: ডিএমপি কমিশনার
৮ বছর পর পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া
ইসরাইলে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন
কারাগারে ঈদ: জেলে বন্দি নেতারা কেমন কাটাবেন ঈদের দিন?
শিল্পকলায় ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ থাকছে মাইজভান্ডারী গানের পরিবেশনা  
নিজেদের নয়, প্রকৃতিকে ঈদ উপহার দেওয়া উচিৎ : পরিবেশ উপদেষ্টা  
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যান পারাপার  
রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা    
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা  
ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের জেরে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি, নিহত ২  
খুলনায় আ.লীগ নেতাদের চাঁদায় এনসিপির ব্যানারে ইফতার  
খুলনায় মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি  
নির্বাচনে থাকছেনা পোস্টার, প্রার্থীর প্রচারে থাকবে কাপড়ের ব্যানার
যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ  
টাঙ্গাইলে একদিন আগে ৪০ পরিবারের ঈদ উদযাপন  
সৌদির সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন