নিরাপদ সড়কের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
গত ১৬ মার্চ বিএম কলেজ মসজিদ গেটে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে হাতেম আলী কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী মুহাম্মাদ নাদিম হুসাইনের সড়ক দুর্ঘটনায় নিহতের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা এড়াতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজসহ বরিশালের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সড়কের শৃঙ্খলা ফেরানো ও নিরাপদ চলাচল নিশ্চিত করণের দাবিতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শহীদ মিনার গেটে কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে নিরাপদ সড়ক বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের অধ্যক্ষ ও বরিশাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে নথুল্লাবাদ থেকে নতুন বাজার ও রাস্তাগুলোতে গতিসীমা সীমিতকরণ ও জেব্রা ক্রসিং স্থাপন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় স্পিডব্রেকার তৈরি, সরকারি বিএম কলেজের প্রথম গেট ও মসজিদ গেটসহ প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ওভারপাস বা ফুটওভার ব্রিজ নির্মাণ, গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য প্রজ্ঞাপন দিয়ে অর্ধেক ভাড়া নিশ্চিত করা ও বিআরটিসি বাস শিক্ষার্থীদের জন্য ফ্রি করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচলে কড়াকড়ি নিশ্চিতকরণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও দোষী চালকদের বিচার নিশ্চিতকরণের দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আনন্ত হাসান মাসুদ, সমাজকর্ম বিভাগের মাস্টারসের শিক্ষার্থী মো. রেজাউল, জিওলজি বিভাগের ফাইনাল বর্ষের শিক্ষার্থী মহি উদ্দিন, ইসলামিক স্টাডিজ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহাম ও সৈয়দ হাতেম আলী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী গাজী রেদওয়ান প্রমুখ।
বক্তারা বলেন, 'গত ১৬ মার্চ বরিশাল বিএম কলেজ মসজিদ গেটে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী মুহাম্মাদ নাদিম হুসাইন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এখন পর্যন্ত সেই মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করা হয়নি। এর তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে এই হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা। এদিকে কলেজের সামনে দিয়ে বেপরোয়া গাড়ি চলাচল, যা প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীদের জন্য খুবই ঝুকিপূর্ণ।'
টিটি/