বরিশালে পেট্রোল সংকটের অভিযোগ ডিলারদের
বরিশালে এক মাসেরও বেশি সময় ধরে পেট্রোলের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন ডিলাররা। ডিলাররা ব্যাংকের পে-অর্ডার কেটে ডিপোতে জমা দিলেও ডিপো কর্তৃপক্ষ তাদের চাহিদা অনুযায়ী পেট্রোল সরবরাহ করছে না বলে অভিযোগ করা হয়েছে। এ কারণে সংকটে পড়েছেন খুচরা জ্বালানি বিক্রেতারা।
বরিশালের প্যাক পয়েন্ট ডিলার মো. আলাউদ্দিন আলো জানান, দীর্ঘদিন ধরে চাহিদা অনুযায়ী পেট্রোল পাচ্ছেন না তারা। ক্রেতার চাহিদা মতো পেট্রোল সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বরিশাল বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামাল উদ্দিন জানান, ইদানিং ডিলারদের চাহিদা অনুযায়ী পেট্রোল দেওয়া হচ্ছে না। যারা ব্যারেলে ডিপো থেকে পেট্রোল উত্তোলন করেন তারা পড়েছেন বড় সমস্যায়। এ মুহূর্তে ডিলাররা ১০০ লিটার পেট্রোল চাইলে ডিপো থেকে দেওয়া হয় ৫০ লিটার। প্যাক ডিলাররা চাহিদা অনুযায়ী পেট্রোল না পেলেও পদ্মার পূর্ব পাড় থেকে কুয়াকাটা পর্যন্ত দক্ষিণের ৭৫টি ফিংলি স্টেশনে পর্যাপ্ত পেট্রোল সরবরাহ রয়েছে বলে তিনি জানান।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের জেলা মার্কেটিং ম্যানেজার মো. আল-আমিন জানান, পেট্রোলের চাহিদা আগের বছরের চেয়ে বেড়েছে। প্যাক পয়েন্ট ডিলাররা এত পেট্রোল উত্তোলন করে কোথায় রাখেন, কোথায় পাঠান, কোথায় বিক্রি করেন তার কোনো পরিসংখ্যান নেই। এ কারণে কর্তৃপক্ষকেও সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। প্যাক পয়েন্ট ডিলারদের বিগত দিনের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই তাদের পরিমাণ অনুযায়ী পেট্রোল দেওয়া হচ্ছে। তবে ফিলিং স্টেশনগুলোতে আগের মতোই সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান জানান, পেট্রোল সংকটের বিষয়টি তার জানা ছিল না। বিষয়টির সত্যতা পেলে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এসএন