র্যাব-পুলিশ-বিজিবি শেখ হাসিনার হাতিয়ার: রিজভী
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগ-যুবলীগ, র্যাব-পুলিশ আর বিজিবি শেখ হাসিনার হাতিয়ার। কেউ সরকারের বিরুদ্ধে মিছিল-মিটিং করলে এসব বাহিনী দিয়ে তাদের ঠেঙিয়ে দেওয়াই শেখ হাসিনার নীতি।
রবিবার (২০ মার্চ) দুপুর ১২টায় বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে কমিটি গঠন উপলক্ষ্যে ‘তথ্য সংগ্রহ ফরম বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, 'সরকারের স্বেচ্ছাচারী মনোভাবের কারণে আজ মা তার সন্তান বিক্রি করছে। মা তার সন্তানকে খাদ্য দিতে না পেরে আত্মহত্যা করছে। দিনাজপুরে মা তার চুল কেটে বিক্রি করে বাচ্চার খাবার জোগাড় করছেন। এসবই শেখ হাসিনার অবদান। আওয়ামী লীগ কখনোই জনগণকে কিছু দেয়নি। ক্ষমতা ছাড়লে আওয়ামী লীগের সভাপতি-পদও হাত ছাড়া হয়ে যেতে পারে বলে শেখ হাসিনা ভয়ে আছেন'।
মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে রিজভী আরও বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়ুক আর জনগণ মরুক প্রধানমন্ত্রীর তাতে কিছু যায় আসে না। যে করেই হোক তার ক্ষমতায় থাকা চাই।
তাই এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- মহানগর দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান নান্টু, মহানগরীর সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, জিয়াউদ্দিন সিকদার জিয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল অনুষ্ঠানস্থলে গিয়ে যোগ দেয়। এ সময় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।
এমএসপি