হেফাজত নেতা মুফতি ইজাহারুলের ২ বছরের কারাদণ্ড
দুদকের মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত।
রবিবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম বিভাগীয় জজ আবদুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন। সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগ এনে দুদকের করা মামলায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি আদেশে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় মুফতি ইজাহার আদালতে উপস্থিত ছিলেন।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, মুফতি ইজাহার দুদকের নোটিশ পাওয়ার পরও সম্পদ বিবরণ দেননি। সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বিভাগীয় বিশেষ জজ আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডিত মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ।
মামলার তথ্যে জানা যায়, নির্ধারিত সময়ে নোটিশ দেওয়ার পরেও সম্পদের বিবরণী জমা দেননি ইজাহার। পরে ২০১৩ সালে খুলশী থানায় মামলা করে দুদক। দুদকের সাবেক উপসহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদি হয়ে এ মামলা করেন। ২০১৪ সালের ২১ এপ্রিল দুদক এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৪ সালের ১২ মে অভিযোগ গঠন করেন আদালত। এরপর বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে বিভাগীয় বিশেষ জজ না থাকায় বিচার কার্যক্রম বন্ধ থাকে। পরে লকডাউন শেষে আদালতের কার্যক্রম শুরু হয়। মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
এসএন