গুরুদাসপুরে ভারতীয় রুপিসহ গ্রেপ্তার ২
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপাজা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি ৩৫০ গ্রাম রুপা ও ১ লাখ ৭০ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি গ্রামের মকলেছুর রহমান (৩২) এবং গাইবান্ধা উপজেলার বানিয়ার জান গ্রামের নাজমুল হক (৩৪)।
শনিবার (১৯ মার্চ) সকোলে তাদের আটকের পর বিকালে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মতিয়ার রহমান।
শনিবার রাতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা রুপা ও মুদ্রার আনুমানিক বাজার মূল্য সাড়ে ২৫ লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৪ কেজি ৩৫০ গ্রাম রুপা ও ১ লাখ ৭০ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়। বিকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন তিনি। এ সময় আসামিদের হস্তান্তর করা হয়।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, আসামিরা অনেকদিন থেকেই ওই কাজের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার আসামিদের কোর্টে পাঠানো হবে।
এসএন