ভূরুঙ্গামারীতে গর্তে জমা পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আদল।
শনিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আদল ওই গ্রামের রাসেল মাহমুদের পুত্র।
পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার (১৯ মার্চ) বিকেলে শিশু আদল সবার অজান্তে বাড়ির বাইরে চলে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে বিচলিত হয়ে পড়েন বাড়ির লোকজন। পরে বাড়ির বাইরে ঘরের পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন শিশু আদলকে উদ্ধার করে
ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ রাতেই দাফন করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান,পুলিশের পক্ষ থেকে প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসএন