টাঙ্গাইলে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ, আহত ৫
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে লুৎফর রহমান খান আজাদ গ্রুপ ও নাসির গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিকাল থেকেই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে, সংঘর্ষের পর উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল হক ছানার সভাপতিত্বে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. ওবায়দুল হক নাসির, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. ওবায়দুল হক নাসির বলেন, আমরা ঘাটাইল বিএনপিতে কোনো বিভক্তি চাই না। আমরা বিএনপি’র সব নেতাকর্মীকে নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। কমিটি নিয়ে যদি কারো অসন্তোষ থাকে, দল তাদের কথা বিবেচনা করে অবশ্যই মূল্যায়ন করবে। আমাকে নিয়ে বিতর্কেরও কোনো সুযোগ নেই।
সংঘর্ষের ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, বিএনপি'র নবগঠিত কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।
প্রসঙ্গত, গেল সপ্তাহে শনিবার ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন। টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক শানু।
এমএসপি