বাগেরহাটে ঐতিহ্যবাহী ‘খাঞ্জেলী মেলা’ শুরু
বাগেরহাটে হযরত খানজাহান (রহ.) মাজারে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘খাঞ্জেলী মেলা' শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার (১৯ মার্চ) রাত পর্যন্ত।
মেলার প্রথম দিন বৃহস্পতিবার রাতে মেলায় গিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক নর-নারী এসেছেন। তারা যে যার মতো করে আসর বসিয়ে বাদ্যযন্ত্র নিয়ে খানজাহানের গানসহ লালন, মুর্শিদী, ভাটিয়ালী ও বিভিন্ন আধ্যাত্মিক গান পরিবেশন করছেন।
করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর এই মেলা বন্ধ ছিল।
মুন্সিগঞ্জ থেকে মেলায় এসেছেন আল আমিন হাওলাদার। তিনি বলেন, হজরত খানজাহান বাবাকে শ্রদ্ধা করি তাই প্রতিবছর দলবল নিয়ে এখানে আসি। আগামী ৩ দিন এখানে থাকব।
দেশের বিভিন্ন স্থান থেকে এরকম অনেক দল এসেছে এখানে।
ঝালকাঠি থেকে মেলায় ঘুরতে আসা মারুফ বিল্লাহ জানান, অনেক দিনের শখ এই মেলায় আসার। কিন্তু সময়ের অভাবে আসা হয়নি। তাই এবার ৩ বন্ধু মিলে এসেছেন মেলাতে। ঘুরে পরিবেশ দেখে অনেক ভালো লেগেছে তাদের।
মেলা উপলক্ষে অন্যবারের থেকে এবার বেশি দোকান এসেছে বলে জানান স্থানীয় পাটোরপাড়া গ্রামের সৈয়দ ওবায়দুল ইসলাম বাবু। তিনি বলেন, গত দুই বছর এই মেলায় ভক্তরা আসতে পারেনি। এবার মেলা হওয়ায় অনেক ভক্ত এসেছেন।
মাজারের পশ্চিম পাড়ে আসর বসিয়েছে তৃতীয় লিঙ্গের মোনালিসা ও তার দল। তিনি জানান, ‘খানজাহান বাবাকে ভালোবাসি তাই প্রতিবছর এখানে ছুটে আসি। এবারও এসেছি। অনেক ভালো লাগছে।
মাজারের প্রধান খাদেম শের আলী ফকির জানান, প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় এ মেলা। গত দুই বছর করোনার কারণে এই মেলা হতে পারেনি। এ বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও মেলা শুরু হয়েছে। প্রায় ৬০০ বছর ধরে খানজাহানের (রহ.) মাজারে এই মেলা চলে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও হাজার হাজার ভক্ত দর্শনার্থীর সমাগম হয়েছে এখানে।
বাগেরহাট ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোশারেফ হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশের নজরদারী জোরদার করা হয়েছে। ভক্তদের নিরাপত্তা দিতে জেলা পুলিশের বিভিন্ন টিমও কাজ করছে। সুন্দর পরিবেশে মেলাটি শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিটি/