আসামিদের নিয়ে জন্মদিন উদযাপন, সেই ওসি প্রত্যাহার
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে।
হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের নিয়ে নিজ কার্যালয়ে জন্মদিনের কেক কেটে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
বৃহস্পতিবার (১৭ মার্চ) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন।
পুলিশ সুপার বলেন, থানার মধ্যে পলাতক আসামিদের সঙ্গে ওসির জন্মদিন পালন, আসামিদের কেক খাইয়ে দেয়া ও তাদের সঙ্গে ছবি কয়েকটি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।
‘পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে ওসি মুহাম্মদ ওসমান গণির মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি। পরে মেসেজ পাঠালেও তার কোনো সাড়া মেলেনি।
ওসি ওসমান গণির জন্মদিন ছিল ২ মার্চ। ওইদিন নিজ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। সেখানে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ছবিতে দেখা যায়, ওসি ওসমান গণি সবার মাঝে দাঁড়িয়ে আছেন। তার বাঁ পাশে কালো কোট পরা মামলার আসামি আরহান, আলিফসহ কয়েকজন ওসির মুখে জন্মদিনের কেক তুলে দিচ্ছেন। এ সময় ওসিও আরহানকে কেক খাইয়ে দেন। এরপর আরহানের সঙ্গে যাওয়া অন্যদের নিয়ে ফটোসেশন করেন ওসি।
এমএসপি