সাংবাদিক বানানোর কথা বলে বিয়ে, ভাইয়ের ছেলেকে ফাঁসাতে হত্যা!
রিবা আক্তার (১৫) নামে এক গার্মেন্টসকর্মীকে সাংবাদিক বানানোর কথা বলে বিয়ের দুই মাস পর নিজের ভাই এবং ভাইয়ের ছেলেকে ফাঁসাতে রিবাকে হত্যা করেন আব্দুর রাজ্জাক মন্ডল (৬০)।
বুধবার (১৬ মার্চ) বিকালে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।
এর আগে গত ১৫ মার্চ রিবা আক্তারের মরদেহ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, দুই মাস আগে গাজীপুরে নরসিংদী জেলার মাধবপুর উপজেলার খিলগাঁও গ্রামের অটোচালক দুলাল মিয়ার মেয়ে গার্মেন্টসকর্মী রিবা আক্তারের সঙ্গে আব্দুর রাজ্জাকের পরিচয় হয় গাজীপুরে।
পরে আব্দুর রাজ্জাক তাকে সাংবাদিক বানানোর কথা বলে বিয়ে করেন। বিয়ের পর আব্দুর রাজ্জাকের গাজীপুরের গাছা রোড এলাকায় ভাড়া বাসায় তরুণীর যাতায়াত ছিল।
অন্যদিকে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি মধ্যপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও তার ভাই আমিনুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
ভাইয়ের ছেলেকে ফাঁসাতে গত ১৪ মার্চ রিবাকে ধোবাউড়া গোয়াতলা কংশ নদীর তীরে নিয়ে দুই সহযোগী দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ আমিনুল ইসলামের বাড়ির পাশে ক্ষেতে ফেলে রেখে যায়।
লাশের সঙ্গে আমিনুল ইসলামের ছেলে শহীদল্লাহর জন্মনিবন্ধনের ফটোকপিও রেখে যায়। যেন সন্দেহের তীর আমিনুলের ছেলের দিকে যায়।
এ ঘটনায় ১৬ মার্চ ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।
এমএসপি