বাংলাদেশি যুবককে ভারতে পিটিয়ে হত্যা
লালমনিরহাট সীমান্তের ভারতের অভ্যন্তরে চোর সন্দেহে মো. রেজাউল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় জনগণ। এ সময় বাবুল মিয়া (৩৫) নামে আরও একজন বাংলাদেশিকে আটক করেছে তারা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের শমসেরনগর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।
নিহত নিহত রেজাউল ইসলাম জগতবের ইউনিয়নের ভুমিহীনটারী গ্রামের মো. মনসুর আলীর ছেলে। এ ছাড়া আটক বাবুল মিয়া পূর্ব জগতবের গ্রামের বেলাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম, বাবুল মিয়াসহ কয়েকজন বাংলাদেশি মিলে বুধবার রাতে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ১৬৯ বিএসএফ ব্যাটেলিয়ান পারাশা ক্যাম্প এলাকায় ভারতের এক কিলোমিটার ভেতরে গরু আনতে যান। সেখানকার লোকজন চোর এসেছে মনে করে ভারতীয় লোকজন তাদের ধাওয়া করে আটক করে। এ সময় রেজাউল ইসলামকে আটক করে ঘটনা স্থলে পিটিয়ে হত্যা করে এবং বাবুল মিয়াকে পিটিয়ে আহত করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এমন একটি ঘটনার কথা তিনি শুনেছেন। যেহেতু ঘটনাটি সীমান্তের তাই বিষয়টা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দেখবে।
এ বিষয়ে ৬১ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার জালাল সরদার একজন নিহত ও দুজন বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানান। আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে সীমান্তে একজনের মরদেহ পড়ে আছে এটি আমরা জানতে পেরেছি।
এসএন