মহেশখালীতে নৌকা ডুবে ২ জেলে নিহত
কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া চ্যানেলে একটি নৌকা ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ মার্চ) রাতে মহেশখালী জেটিঘাটে মরদেহ দুটি আনা হয়।
নিহতরা হলেন, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার মো. পারভেজের মালিকানাধীন ফিশিং বোটে ১৪ জন জেলে সাগরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। এ সময় দুজনের মৃত্যু হয়। বাকি ১২ জেলে জীবিত অবস্থায় তীরে ফিরে আসেন।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল জানান, সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নৌকায় থাকা ১৪ জনের মধ্যে ১২জন জীবিত ফিরে আসেন। নিহতের পরিবারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, সাগরে দুর্ঘটনায় মহেশখালীর দুই জেলের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে ।
এসএন