কুমিল্লায় সিসা তৈরির চার কারখানা উচ্ছেদ
কুমিল্লার বিভিন্ন উপজেলার চারটি অবৈধ সিসা তৈরির কারখানা ও ইট ভাটায় অভিযান চালিয়ে ২৩ লক্ষাধিক টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার(১৬ মার্চ) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহানা পারভীন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটা ও সীসা তৈরির কারখানায় অভিযান চালানো হয়। সদর উপজেলার শফিকুল ইসলাম ব্রিকস ফিল্ডকে নগদ ১ লাখ টাকা এবং বুড়িচংয়ের ইসলাম ব্রিকসকে নগদ আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ময়নামতি ইউনিয়নের শরিফপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন পরিবেশ বিধ্বংসী সিসা তৈরির অবৈধ কারখানা রবি ব্যাটারি হাউজকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটিকে ধ্বংস করে দেওয়া হয়৷ একই দিন বিকেলে জেলার দেবিদ্বার ও চান্দিনা উপজেলা সীমান্তের ছয়ঘরিয়া কাবিলপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স যমুনা ব্যাটারি কোম্পানি নামে একটি এবং একই এলাকায় বেনামে আরও দুটি সিসা কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
জেলা পরিষদ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত বেশকিছু ইটভাটা ও ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ক্ষতিকর কেমিক্যাল কারখানায় অভিযান চালাই। পরিবেশ, পশুপাখি, মানবদেহ ও ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সীসা তৈরির কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়। নিয়মনীতি না মেনে পরিচালিত অনুমোদনহীন ও ক্ষতিকর কারখানার বিরুদ্ধে এমন অভিযান চলবে।
এসএন